দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ স্যারের ১০ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বেলা ২টায় স্কুলের ছায়া নিবিড় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, শিক্ষক স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান বদরু, বিকাশ ঘোষ,মেহেদী হাসান সহ শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবুন্দ।
আলোচনা শেষে ছাত্র- ছাত্রীদের উপস্থিতিতে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার আব্দুস সালাম।
উল্লেখ্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ আলহাজ্ব শেখ আমানুল্লাহ ২০১৩ সালের ৩১ আগষ্ট বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]