দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে 'বিশ্ব শিক্ষক দিবস' উৎযাপিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উৎযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত র্যালিটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে স্কুলের হলরুমে সমাবেশে মিলিত হয়।
কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, শুভংকর মজুমদার, বিকাশ ঘোষ, বদরুজ্জামান, মেহেদী হাসান, ছাত্রী নাজিয়া ফারহিন, ছাত্র আজিমুসান সিয়াম, স্টাফ শাহিদা খাতুন, লিমা খাতুন, মাসুদ রানা সহ অসংখ্য ছাত্র- ছাত্রীবৃন্দ। বক্তারা, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য আলোচনা করেন। অনুরুপভাবে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]