দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল'র আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
"আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস-২৩' উৎযাপন লক্ষ্যে বৃহস্পতিবার(১২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় সিংগা হাইস্কুলের শ্রেণীকক্ষে জনসচেতনতা মূলক কর্মশালায় ৯ ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মশালায় স্কুলে প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেল'র সহকারী পরিচালক এ,কে,এম মাহবুব কবির। বক্তব্যে তিনি, নিরাপদ জায়গা দিয়ে রাস্তা পার হতে হবে, ট্রাফিক সাইন, সিগন্যাল মেনে চলতে হবে, রাস্তা পারাপার/ মোটরযান চালনাকালে মোবাইল/ ইয়ারফোন ব্যবহার করা যাবে না, ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ী না চালানো সহ ট্রাফিক লাইট সিগন্যাল বা সংকেত ব্যবহার ও পথচারী পারাপার নিয়ন্ত্রণের সিগন্যাল ব্যবহার সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন।
স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসরাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গনি, সাবেক সদস্য ফজলুর রহমান, জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, সদস্য সমাজসেবক বাবুল আক্তার, আনোয়ার হোসেন, সাতক্ষীরা বিআরটিএ অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, মাস্টার আ: সবুর, মাস্টার আ: রউফ, মাস্টার শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]