দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উৎযাপিত হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি স্কুলের নানান আয়োজনে উদযাপিত হয়।
বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, স্কাউটস, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের সদ্য দায়িত্বে নিয়োজিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আ. রউফ, মাস্টার প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন কুমার সরকার, রফিকুল ইসরাম, তহুরা পারভিন, সামিয়া খাতুন, জাহাঙ্গীর আলম, বদরুজ্জামান মারুফ, শুভংকর মজুমদার, মেহেদি হাসান, শিক্ষার্থী স্বাধীন, সিয়াম, রাজ, সোহানা খাতুন, তনিমা ঘোষ, সামিয়া খাতুন, লামিয়া খাতুন, নাজিয়া খাতুন, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেনসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সব শেষে মাস্টার আব্দুস সালামের পরিচালনায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার রফিকুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]