দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা-২৫'র ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্কুলের ছাত্র- শিক্ষক মিলনায়তনে ওই ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ভ্যেনু স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আ: সবুর।
অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে ফলাফল প্রকাশ করা হয়।
স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জিবি সদস্য ও অভিভাবক নুরুল আমিন, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, প্রদীপ কুমার বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার আব্দুস সালাম, স্বপন কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, তহুরা সুলতানা, সামিয়া আফরিন, জাহাঙ্গীর আলম, এনটিআরসিএ'র নিয়োগপ্রাপ্ত সদ্য যোগদানকৃত শিক্ষক আলমগীর হোসেন, সুর্বনা বিশ্বাস, নুরনাহার সেতু, মাস্টার বদরুজ্জামান মারুফ, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, অফিস স্টাফ সাহিদা খাতুন, লিমা খাতুন, ইশারুল ইসলাম, তুহিন হোসেনসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, এ বছর বিদ্যালয় থেকে ৮৪ জন ছাত্র- ছাত্র প্রাক নির্বাচণী পরীক্ষা-২৫' এ অংশগ্রহন করেছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]