কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। তিনি মঙ্গলবার(২০ জুন) সকাল সাড়ে ১০ টায় স্কুলে চলমান অর্ধবার্ষিকী ও প্রাক নির্বাচনী পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরিদর্শনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান শিক্ষার্থীদেরকে লেখাপড়া শিখে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার, সসাজ ও দেশের জন্য ভূমিকা রাখার তাগিদ দেন। ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত পাঠ গ্রহনে বাড়িতে একটি রুটিন(সময় সূচি) তৈরী করে পাঠাভ্যাস কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সকল শিক্ষকদেরকে পাঠদানে আরো মনোযোগী হয়ে নতুন পাঠ্যক্রম রুপরেখা বাস্তবায়নে ভূমিকা রাখার আহবান জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক জহুরুল ইসলাম, নাসরিন আক্তার ও মাধ্যমিক শিক্ষা অফিস স্টাফ সহিদুল ইসলাম সহ স্কুলের শিক্ষক- কর্মচারীবৃন্দ। এরপর, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান কেকেইপি হাইস্কুল পরিদর্শন করেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]