সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ অফিসে সিআইজি সমিতির সদস্যদের মধ্যে ম্যাচিং গ্রান্টের মালামাল ও ৩লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩জানুয়ারী) সকালে কলারোয়া প্রাণিসম্পদ অফিসে ওই মালামাল ও চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা খান মো: আবরারুর রহমান,
উপজেলা মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাস, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, উপজেলা কৃত্রিম প্রজনন কর্তকর্তা আতাউর রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সহ সভাপতি সরদার জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান, সাংবাদিক সেলিম খান, দেলওয়ার হোসেন, সোহাগ হোসেন, আইউব হোসেন, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর হোসেন লিটন, এসএম ফারুক হোসেন, আলামিন গাজী, নাছির উদ্দীন, রাসেল সহ উপজেলার মানিকনগর, কুশোডাঙ্গা ও শাকদহ সিআইজির ৬৩জন সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৬০টি চপার মেশিন ও ৩টি ক্রশার
মেশিন বিতরণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা:
সাইফুল ইসলাম জানান-ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ।।
প্রজেক্ট (এনএটিপি-২) প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ): প্রাণিসম্পদ অংগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এর আওতায় ম্যাচিং গ্রান্টের মালামাল ও চেক বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]