সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে SAWAB এর সহযোগিতায় এবং নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ (NAHAR) এর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা দশটার দিকে কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামের সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা খাতুন নিলা।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ,
উপস্থিত ছিলেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্য সচিব গোলাম কাদের শিমুল,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমন্ত উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি শাকিলা ইয়াসমিন মেরি।
উপজেলার বিভিন্ন অসহায় হত দরিদ্র ৩ শতাধিক পরিবারের মধ্যে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা খাতুন নিলা বলেন- যদিও এবছবের শীত প্রায় শেষের পথে তারপরও আপনারা এই কম্বল খুব যত্ন করে রাখবেন, আগামী শীত মৌসুমে এটা অনেক উপকারে আসবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের প্রশিক্ষক ড. মশিউর রহমান মহিলা কলেজের প্রভাষক ইছানুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]