জুলিকার আলী, কলারোয়া: কলারোয়ায় ব্যবসায়
ব্যবস্থাপনার দক্ষতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেবব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিআরডিবির হলরুমে ওই কর্মশালা
অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি কর্মশালায় বেসরকারী সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) কর্তৃক পরিচালিত ও কার্ক ইন এন্টি নেদারল্যান্ডস এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
কলারোয়ায় তরুন-তরুনীদের যুবকদের অংশ গ্রহনে উক্ত প্রশিক্ষণে বিভিন্ন সুযোগ সুবিধাসমূহ নিয়ে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, ব্যবসা ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ ও কৌশলসমূহ সুন্দর ভাবে উপস্থাপন করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন, কলারোয়া পৌর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, ব্যবসার ঝুকি সমূহ নিয়ে আলোচনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, ইয়ুথ প্রকল্পের
ফিল্ডি অফিসার সুদীপ্ত বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহনকারীরা বলেন-এধরনের প্রশিক্ষণ তাদের কর্মসংস্থানের জন্য সময়োপযোগী তথ্যসমূহ
উপাত্তদ্বারা সমুদ্ধ করেছে। তারা সিসিডিবির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে। উল্লেখ্য-উপজেলার সদর জালালাবাদ, কয়লা ও সোনাবাড়ীয়া ইউনিয়নের ২৫ জন তরুন-তরুনী কর্মশালায় অংশগ্রহন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]