জুলফিকার আলী : কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮অক্টোবর) বিকেলে বৃক্ষ রোপন কমসূচীর আওতায় কলারোয়া পৌরসভাধীন সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মাঝে ৫০০পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫জন সঞ্চয়কারীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে খলসী হাফিজিয়া মাদ্রসারার হাফেজ মো: আরাফাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ জামিল হোসেন,সীমান্ত বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য মো: সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। অনুষ্ঠান শেষে সীমান্ত বহুমুখী সমবায় সমিতির শ্রেষ্ঠ সঞ্চয়কারী আনিচ হোসেন, আলমগীর হোসেন, শরিফুল ইসলাম, সুফিয়া খাতুন, খায়রুননেছা খাতুনকে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]