কলারোয়ায় চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২ ডিসেম্বর) বিকালে চান্দুড়িয়া ঈদগাহ চত্বরে শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক, ইউপি সদস্য নিজাম উদ্দীন মন্টু, উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস, সংঘের কর্মকর্তা বিপ্লব, জুয়েল হোসেন, আরিফ,সানজিব, লিমন, জাহিদ, শান্ত, রাকিব, মামুন, মোস্তফা, মাফিস,ফরহাদ, ইজাজ,মুজাহিদ, বায়েজিদ, নয়ন, শিশির সহ স্থানীয় জনপ্রতিনিধি, সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে চন্দনপুরের বিভিন্ন ওয়ার্ডের তালিকাভূক্ত ১৫০ টি অসহায়- দুঃস্থ পরিবারের মাঝে ওই শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে শীতবস্ত্র গ্রহন করে উপকারভোগী সদস্যরা সীমান্ত সম্প্রীতি সংঘের' এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]