কলারোয়ায় সোনাবাড়িয়া ইউপি'র ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা ঘর উপহার দেয়া হয়েছে।
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে পৃথকভাবে সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ও উত্তর ভাদিয়ালী গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ২১ ভূমিহীন পরিবারের মাঝে ওই ঘর উপহার দেয়া হয়। উপকারভোগী ২১ পরিবারের মধ্যে রামকৃষ্ণপুর-১০ ও উত্তর ভাদিয়ালী গ্রামে ১১ গৃহহীন পরিবার।
সরকারি বরাদ্দকৃত আশ্রয়ণ-২, প্রকল্পের সেমিপাকা ঘর হস্তান্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল সহ ইউপি সদস্যবৃন্দ, সূধিজন ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এলাকার অসহায় ভূমিহীন ও গৃহহীন ২১ পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেমিপাকা স্বপ্নের ঘর বরাদ্দ পেয়ে আনন্দ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]