নিজস্ব প্রতিনিধি : "সবাই মিলে লাগাবো বৃক্ষ, পরিবেশ থাকবে সুরক্ষিত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয় সংলগ্ন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ। প্রধান আলোচক ছিলেন- কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর। বিশেষ অতিথি ছিলেন- সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন- আনোয়ারা গ্রুপের নিটিং ডিভিশনের সহকারী ব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দীন, স্থানীয় ইউপি সদস্যা মো. সাদ্দাম হোসেন, মাওলানা ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিরা সড়কের পাশে একটি বৃক্ষরোপণের মাধ্যমের সংস্থাটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]