কলারোয়া উপজেলা স্কাউটসের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) কলারোয়া আলিয়া মাদ্রাসা চত্বরে উপজেলা স্কাউটসের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এটি উদ্বোধন করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, হরিসাধন ঘোষ, নুরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ, ইউনিট লিডার স্বপন চৌধুরী, অনুপ কুমার ঘোষ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, লিটনসহ স্কাউটারা এবং কলারোয়া আলিয়া মাদ্রাসা শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ স্কাউট সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্কাউটস ১১ হাজার বৃক্ষ রোপণের লক্ষ্যে এ অভিযান শুরু করেছে।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত জায়গায় এবং স্কাউটাররা নিজ নিজ বাড়িতে গাছ লাগানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]