কামরুল হাসান: বাংলাদেশ স্কাউটস, কলারোয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭জানুয়ারি) বেলা ১১টায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন স্কাউটস এর উপজেলা সভাপতি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলাম। কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা কৃষকদলের আহবায়ক বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষক মনিরুজ্জামান। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক হায়দার আলী, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, গ্রুপ লিডার প্রাধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আরশাদ আলি, প্রধান শিক্ষক তাহমিনা পারভীন লিলি, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক কামরুল ইসলাম, কমিশনার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব নির্বাচিত হয়েছেন। ত্রি-বার্ষিক কাউন্সিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম মফিজুল ইসলাম, আশেকুজ্জামান, মধুসূদন মন্ডল, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক দয়াময় হালদার, ডি,আর,সি, এম ঈদুজ্জামান ইদ্রিস, সাতক্ষীরা জেলা কমিশনার আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা স্কাউটস এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]