কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩' উৎযাপন অনুষ্ঠানে স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিচারে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করছে।
সূত্র জানায়, সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩' পালনে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রেঞ্জার ও শ্রেষ্ঠ বিএনসিসি বিষয়ক ফলাফল প্রকাশ করা হয।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত ও একই প্রতিষ্ঠান থেকে ১০ শ্রেণীর ছাত্র শুভ্র সরদার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়ে উপজেলায় স্কাউট পর্যায়ে শ্রেষ্ঠত্বের বিচারে শীর্ষে রয়েছে। সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু স্কুলের এই সাফল্যে বিচারক মন্ডলী ও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক স্বপন কুমার চৌধুরী সহ শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ দিকে, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাহিদুর রহমান জিসান শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে গার্লস গাইড, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের বিচারে কোন নামের তালিকা প্রকাশ করা হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]