কলারোয়ায় একজন ভাল শিক্ষককে বদলী করায়
শিক্ষার্থী ও অভিভাবকরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ১১১নং পারিখুপী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী একজন ভাল শিক্ষিকাকে অদৃশ্য করানে বদলী করা হয়েছে। তারা বলেন, বিদ্যালয় থেকে সহকারী শিক্ষিকা জাহানারা খাতুনকে বদলী করা হলে এই বিদ্যালয়ে সকল
শিক্ষার্থী আর স্কুলে যাবেন না।
শিক্ষার্থী ও অভিভাবকরা অবিলম্বে বদলির
আদেশ স্থগিতের দাবী জানান। এদিকে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, মানবিক কারনে বিবেচনার জন্য তিনি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচাকের কাছে দেওয়া দরখাস্তে সুপারিশ করেছেন। তিনি আরো বলেন-এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা যখন বদলীর আদেশ
স্থাগিতকরণের জন্য রাস্তায় দাড়ীতে প্রতিবাদ করেছেন নিশ্চয় ওই শিক্ষিকা একজন ভাল মানুষ ও ভাল শিক্ষক বলে মনে হচ্ছে। সে জন্য তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচাকের কাছে দেওয়া দরখাস্তে সুপারিশ করেছেন।
এদিকে উপজেলার কুুশোডাঙ্গা ইউনিয়নের ১১১নং পারিখুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা জাহানারা খাতুন মানবিক কারনে বদলির আদেশ স্থাগিত করণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবনে লিখিত ভাবে আবেদন করেছেন। তিনি ওই আবেদনে বলেছেন-৫০বছর বয়স ডায়েবেটিক রোগে আক্রান্ত, নিয়মিত ইনন্সুলিন ঔষুধ সেবন করতে হয়। তার স্বামী এক দূর্ঘটনায় কোন কঠিন কাজ করতে পারেন না। একজন নারী শিক্ষক এই বিদ্যলয় থেকে বদলী করা হলে দীর্ঘ পথ যাতায়াত কঠিন হয়ে পড়বে। তিনি আরো বলেন-কোমলমতি শিক্ষার্থীদের ভাল ভাবে
পাঠদান করায় তারা এই বদলির খবর শুনে ভেঙ্গে পড়েছেন।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন-সহকারী শিক্ষিকা জাহানারা খাতুনের বদলির বিষয়ে একটি আদেশ এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]