দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় রঘুনাথপুরে স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়ে আশংকাজনক ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(১৭ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা কাজীরহাট বাজার সংলগ্ন হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন(৪৫) দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে অশান্তির এক পর্যায়ে ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন বাড়িতে রাখা ধারালো দায়ের( দেশিয় অস্ত্র) কোপে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করায় সে মারাত্মক ভাবে আহত হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথায়, ঘাড়ে, মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত ফারুককে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে পুলিশ আটক করে। আঘাপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]