নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বিদ্যালয়ের সভাপতি মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-জেলা শিক্ষা অফিসার শাহাজান কবির, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জায়েদ, উপজেলা শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমান, কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল।
অনুষ্ঠান শেষে ঐ একই স্থানে এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com