কে এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় হাবিবুল ইসলাম কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজের সভাপতি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান। তিনি তার বক্তব্য বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকারের আমলে আমরাই বলতাম খাতা পড়ে নাম্বার দিতে হবে না, লিখলেই নাম্বার দেবেন ।
এখন থেকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে। এর কারণ আপনারা জানতে পেরেছেন গেল এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে। কোন শিক্ষার্থী যেন কলেজ বা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে এমনকি শিক্ষকদেরও ক্লাসে মোবাইল ব্যবহার না করার আহ্বান করেন । যশোর শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল খুবই ভালো। বাংলা, পদার্থ বিজ্ঞান, রসায়ন সহ সকল সাবজেক্টে ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে শিক্ষার্থীরা। একমাত্র ইংরেজিতে পাস করেছে ৫৪ শতাংশ। যদি ইংরেজিতে ৭৫ শতাংশ নাম্বার পেত তাহলে এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের শত করা আশি শতাংশের বেশি পাশের হার থাকতো। তাই ইংরেজি বিষয়ের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক রাসেল, বোর্ড কর্মকর্তা আব্দুল আলিম,উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলেজ অধ্যক্ষ অহিদুল ইসলাম মন্টুসহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মফিজুল ইসলাম ও আব্দুস সালাম দিলু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]