কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা: কলারোয়া হেলাতলা ইউনিয়নের জামে মসজিদের দুই গ্রুপের একত্রিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (নভেম্বর ৮) দুপুরে গণপতিপুর বাদামতলা জামে মসজিদে জুম্মার নামাজ আগে মসজিদ কমিটির আয়োজনে এ আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য মসজিদের উন্নয়ন, নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় একটি কমিটি থাকতে হয়। সুষ্ঠু ব্যবস্থাপনা ছাড়া একটি প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদের ব্যাপারে ছয় শ্রেণির মানুষ দায়িত্বশীল। তাঁরা হলেন—ইমাম-খতিব, মুয়াজ্জিন, খাদেম, মক্তব-পরিচালক, কমিটি ও দায়িত্বশীল কর্মকর্তা। আরোও বলেন আল্লাহর ঘর কারও ব্যক্তিগত সম্পত্তি নয়,আমাদের প্রত্যেকের রক্ষায় দায়িত্বে অধিকার রয়েছে। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, পৌর আমীর ইউনুস আলী বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান,পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, পৌর যুবদল সদস্য সচিব মোজাফফর হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজাফফার হোসেন প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক জামশেদ, কোষাধ্যক্ষ হাবিবুর,ওয়ার্ড জামায়াতের সভাপতি মারুফ হোসেনসহ মসজিদের মুসুল্লি গণ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]