হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ লেখা ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন- ২১ মহান জাতীয় সংসদে পাশ করার দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বেলা ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালের সম্মুখে ঐ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক - মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের জীবনকে বাজী রেখে দেশের প্রায় ২৫০০ বিএইচএমএস, ৪০০০০ ডিএইচএমএস চিকিৎসক সহ সারা দেশের হাজার হাজার হোমিওপ্যাথিক চিকিৎসক সার্বিক চিকিৎসা সেবা দিয়ে গেছেন। ঐ মানববন্ধনে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি বন্ধ সহ ইতিমধ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ড প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভায় পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন মহান সংসদে উত্থাপন ও আইন হিসেবে পাশ করার জোর দাবি জানান।
এ সময় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যানারে বক্তব্য রাখেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর , কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আবু জাফর সাদিক। হোমিওপ্যাথিক চিকিৎসক পেশাজীবি সংগঠনের ব্যানারে বক্তব্য রাখেন চিকিৎসক ডাঃ শেখ আবু সাঈদ, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ সুদর্শন হৌড়, ডাঃ সৈয়দ মেরাজ উদ্দীন, ডাঃ সিরাজুল হক খান প্রমুখ। হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের ব্যানারে বক্তব্য রাখেন তরুন হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংবাদকর্মী ডাঃ শফিকুর রহমান, ডাঃ আলমগীর হোসেন, রহিমা আক্তার ময়না, ডাঃ আয়েশা খাতুন প্রমুখ।
এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচীর শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দের সাক্ষর সহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]