দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ২ দিন ব্যাপি মানব পাচার রোধকল্পে এক প্রশিক্ষণ কর্মাশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"মুক্তি সাউথ এশিয়া" প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন রাইটার্স যশোরের বাস্তবায়নে বৃহস্পতিবার( ১২ অক্টোবর) বিকাল ৩ টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।
কলারোয়া পৌর সভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ রাসেল রানা। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার আজাহারুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী বাদশা মিয়া, প্রোগ্রাম অফিসার( রাইটস যশোর) আসাদুজ্জামান, কাউন্সিলর তানিয়া হাসান সহ সংস্থার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক হিসাবে ১৬ জন যুবক প্রশিক্ষণ গ্রহন করেন বলে জানা যায়। গত বুধবার(১১ অক্টোবর) কর্মশালাটি শুরু হয়ে বৃহস্পতিবার(১২ অক্টোবর) শেষ হয়।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে "যশোর রাইটস" মানবধিকার সংরক্ষণে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মানব পাচার প্রতিরোধে বিশেষ করে শিশুদের পাচার রোধ, পাচার থেকে শিশুর উদ্ধার কার্যক্রম, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান ও পুনর্বাসন ব্যবস্থা করা।
এ ছাড়া, বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানা যায়। প্রকল্পটি যশোর রাইটস'র বাস্তবায়নে, এক্সপার্ট লুক্সেমবার্গ'র কারিগরি সহযোগীতায় ও ইউএস ডিপার্টমেন্টের অর্থায়নে মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের আওতায় যশোর ও সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বলে কতৃপক্ষ জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]