কলারোয়ায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার-২৪'র উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার(৬ মে) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। উদ্বোধনীতে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডা: সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।
সভাটি পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর হক জিয়া। উল্লেখ্য, অনুষ্ঠিত মেলায় কন্দাল জাতীয় ফসলের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ধরণের কৃষি পণ্য একাধিক স্টলে প্রদর্শণ করা হয়েছে বলে জানা যায়। আগামী বুধবার (৮ মে) বিকালে ৩ দিন ব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]