কলারোয়ায় ৩ দিন ব্যাপি কন্দাল ফসল কৃষি উন্নয়ন মেলা-২৩'র উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলাটি অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ মে) সকাল ১১টায় মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
পরে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়ার স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, আইসিটি সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সূধি ও প্রান্তিক কৃষকবৃন্দ।
মেলায় উপজেলার নার্সারী পল্লী কৃষকদের তত্ত্বাবধানে ৮টি স্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, মেলায় অংশগ্রহনকারি স্টলগুলি হলো- মিস্টার আলু উৎপাদান প্রযুক্তি, মুখী কচু উৎপাদান প্রযুক্তি, লাকী নার্সারি এন্ড ভ্যারাইটিস, টাটা গ্রুপ কেয়ার কোম্পানি লিঃ, পারভেজ এন্ড ইত্যাদি বাণিজ্য ভান্ডার, কৃষি পণ্য প্রদর্শনীয় ও গাছ আলু / মেটে আলু উৎপাদন প্রযুক্তিসহ অন্যান্য।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]