দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরসরি সম্প্রচার করা হয়। সম্প্রচারিত অনুষ্ঠান শেষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে জমির কাগজপত্র( দলিল) প্রদান করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ পরিচালক মাসুরা ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান সহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৭৫ জন পরিবারকে খাস ও ক্রয়কৃত জমিতে গৃহ প্রদান/ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]