দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২৪' সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
'বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ওই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৩০ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভারপ্রাপ্ত সুপার বজলুর রহমান, উপাদক্ষ্য রিজাউল ইসলাম।
প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, মাস্টার জহুরুল ইসলাম, প্রদীপ িবিশ্বাস, জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, সূধি, সাংবাদিক ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সব শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ৬ টি কলেজ, ১৯ টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ৩ টি মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীরা স্ব- স্ব প্রতিষ্ঠানের স্টলে তাদের নানা আবিষ্কার(প্রজেক্ট) প্রদর্শন করেছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]