কলারোয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২২' পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন' এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেনের স্বাগত বক্তব্য শেষে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বাবুল আক্তার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর গফুর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সমবায় পরিদর্শক আল আমিন, কল্যান সমিতির কর্মকর্তা শিক্ষক আঃ করিম, শহিদুল ইসলাম, ফারুক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সমবায় সমিতির কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ সহ ৫টি সমবায় সংগঠনের অবদানস্বরুপ সন্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]