কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
দলগত, ব্যাক্তিগত ইভেন্টের খেলাগুলো আগামি ১৬ ও ১৭ জানুয়ারি থেকে জোন পর্যায়ের এবং কলারোয়া উপজেলা পর্যায়ের খেলা আগামি ২০ ও ২১ জানুয়ারি কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। কলারোয়ায় ৪টি জোন ভাগ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।
অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আনছার আলী, আব্দুস সাত্তার, ওয়ায়েস আলী সিদ্দীকি, হরিসাধন ঘোষ, রুহুল আমিন, আখতার আসাদুজ্জামান চান্দুসহ স্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং ক্রীড়া শিক্ষকমন্ডলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]