মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়ায় ৫৬০ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে গাছ থেকে অপরিপক্ক গোবিন্দ ভোগ আম ভেঙ্গে বা পেড়ে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ও বিক্রির অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
পরে উদ্ধারকৃত আম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার পুকুরের পাশে ওই আম বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম ইনামুল হক, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, কৃষি উপ-সহকারী বৃন্দ, উপজেলা নিরীহী কর্মকর্তার বেঞ্চ সহকারী আব্দুল মান্নান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়- উপজেলা সংলগ্ন যশোর সাতক্ষীরা মহা-সড়কের উপর ভ্যান থেকে ১৪টি ক্যারেট ভর্তি গোবিন্দ ভোগ আম আটক করে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলো ভ্রাম্যমান আদালত বিনষ্ট করেছে।
ইউএনও জহুরুল ইসলাম জানান, ‘ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন- মনোক্সাইডের মতো রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে বাজারজাত করা হয়। এই ধরণের কেমিক্যাল ব্যবহার করে পাকানো লোভনীয় আম খাওয়া মানুষের শরীরের জন্য খুব ক্ষতিকর। এজন্য জেলাব্যাপী বিভিন্ন জাতের আম গাছ থেকে কবে থেকে ভাঙা বা পাড়া হবে সেটা সরকারিভাবে জানিয়ে দেয়া হয়েছে। তবু কিছু অসাধু ব্যবসায়ী ও ব্যক্তি অপরিপক্ক আম বাজারজাত করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]