কলারোয়া প্রতিনিধি: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে বৃহস্পতিবার উপজেলার কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর, কেরালকাতা, হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফলে যুবদলের ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসান রাজু, জামাল উদ্দিন টুটুল, রুহুল আমিন খোকনসহ যুবদল নেতৃবৃন্দ পৃথক ছয়টি গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার আহ্বান জানান।
এসময় ছয় ইউনিয়নে যুবদলের আহবায়ক ও সদস্য সচিব শফিকুল ইসলাম রানা, আকতারুল ইসলাম, মোখলেছুর রহমান, মিলন হোসেন, আবু রায়হান, শফিউল আলম শফি, আব্দুল জব্বার, হাফিজুল ইসলাম, শাফিজুল ইসলাম, রিজাফফর হোসেন, সোহেল রানা, সুজন হোসেনসহ ছয় ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছবি আছে:
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]