জুলফিকার আলী : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলাম, মাসুদুর রহমান, আশিকুজ্জামান, হারুন-অর-রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কলারোয়া শিল্পকলা একাডেমির শিক্ষক শিলা রাণী হালদার সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগীতায় ৮০জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ২৩জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]