কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান পাবলিক ইনস্টিটিউটে আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত আটটার দিকে কলারোয়া ।
পাবলিক ইনস্টিটিউট এর হল রুমে এর সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি টুর্নামেন্ট পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সহ-সভাপতি খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাঁকন, ক্রীড়া সম্পাদক তাহের মোল্লা, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, শেখ বদিউজ্জামান, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ শাহজাহান আলী শাহীন, মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মাসুদুল ইসলাম, আবু সাঈদ, নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর কলারোয়া ফুটবল ময়দানে ক. পা. ই আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]