আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে পাঠানো বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
চাকরি মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২১ সালের ৩১ মে এই কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার।
জারি করা চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এ টি এম আবু আসাদকে চাকরি থেকে অবসর প্রদান সংক্রান্ত এ বিভাগের ৩১ মে ২০২১ তারিখের আদেশ এতদ্বারা বাতিল করে তাকে চাকুরিতে পুনর্বহাল করা হলো।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়ে তিনি কর্মরত (অন ডিউটি) ছিলেন মর্মে গণ্য হবেন এবং বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, এ টি এম আবু আসাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার নাথপুরে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]