এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় আলাইপুর কুষক মাঠ স্কুলে এফ টি- ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময়
২০২৩-২৪ মৌসুমে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)এর আওতায় বাস্তবায়িত আলাইপুর কৃষক মাঠ স্কুল (এফ টি- ধান) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম
এছাড়া অন্যান্য কর্মকর্তা ও কৃষক কৃষাণী বৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র, পুরস্কার ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী উদ্ভিভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক জিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]