হাবিবুল্লাহ বাহার, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নওশের আলীর ছেলে হতদরিদ্র জাহাঙ্গীর হোসেনের(৪৬) মাটির ঘর গত বর্ষার মৌসুমে ভারী বর্ষণ এর কারণে ঘরটা ভেঙ্গে যায়। ঘর ভেঙ্গে যাওয়ার ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।
তখন থেকে স্ত্রী দুই সন্তানের পরিবার কে নিয়ে জাহাঙ্গীর হোসেন মানবতার জীবন যাপন করে।
এব্যাপারে স্থানীয় সাংবাদিকরা কয়েকটি নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনাটি প্রকাশ হলে কলারোয়া আসাননগর মানবকল্যাণ, যিনি মানুষকে সাহায্য করেন আল্লাহ তাঁর সাহায্যে সদা প্রস্তুত থাকে এমন একটি মানবিক সংগঠন হতদরিদ্র জাহাঙ্গীর হোসেনের অসহয়ত্য বিবেচনা করে "কলারোয়া আসাননগর মানব কল্যাণের ফাউন্ডেশনের" পক্ষ থেকে তাঁর পাকা ঘর নির্মাণ করার জন্য শনিবার দুপুর ২টায় সময় ১হাজার ৫শত ইট প্রদান করা হয়।
ইট প্রদানের সময় উপস্থিত ছিলেন আসাননগর মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সিংহনাল আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আব্দুল মোনায়েম, বিশিষ্ট সমাজসেবক ও চাকরিজীবী আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মো: জাহিদ হাসান ও সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]