কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় দেশকে বাঁচাতে ও গণতন্ত্র রক্ষা করতে নৌকায় ভোট চাইলেন নেতৃবৃন্দ।
শনিবার বিকেলে কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মুরারীকাটির উত্তর পাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান মজনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান, যুব নেতা মফিজুল ইসলাম লাভলু, সঞ্জয় সাহা, সহকারী অধ্যাপক ইউনুস আলী, যুবলীগ নেতা শহীদ আলী প্রমুখ।
সভা সঞ্চালন করেন দলটির ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ মিরশাদ হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]