কলারোয়ার কয়লায় বঙ্গবন্ধু নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিকরগাছার মাটিকুমরা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশ।
শনিবার বিকেলে উপজেলার কয়লা প্রগতি সংঘ (কেপিএস) স্থানীয় কয়লা হাইস্কুল ফুটবল মাঠে ওই খেলার আয়োজন করে।
খেলায় মাটিকামরা একাদশ ৩-১ গোলে জালালাবাদ পল্লী উন্নয়ন যুব সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জালালাবাদ যুব সংঘের খেলোয়াড় সজীব৷
খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মোশারাফ হোসেন ও রাশিদুল ইসলাম।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, জয়নগর ইউপির সাবেক সাবেক চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, অবসরপ্রাপ্ত শিক্ষক খান রউফ, মাস্টার আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক ইছহাক মোড়ল, উপজেলা ছাত্রলীগ সভাপতি টিপু, সাংবাদিক আজমল হোসেন বাবু প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]