কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ৯নং ওয়ার্ডে গেলে গণসংযোগ কর্মীসভায় রূপ নেয়।
সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা বলেন, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আমাদের প্রাণপ্রিয় নেতা। আগামি নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন।
তিনি আরো বলেন, হাবিবুল ইসলাম হাবিব স্পষ্ট বার্তা দিয়েছেন যে- কারো সাথে বৈরীতা না করে, সকলকে সাথে নিয়ে, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামনের দিনে দেশকে ও নিজের এলাকার উন্নয়নের জন্য একসাথে কাজ করে যেতে হবে।
এ সময় ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]