কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কয়লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
কর্মী সমাবেশ
উদ্বোধন করেন যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কয়লা বাজারে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা
হয় সমাবেশে।
যুবদল নেতা আব্দুল্লাহ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, শেখ ফরহাদ হোসেন তপু, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ বিশ্বাস, সাবেক ছাত্রদল নেতা আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
কর্মী সমাবেশে কয়লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন যুবদল নেতা আশিকুর রহমান আশিক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]