কলারোয়ার ৩ নং কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল
রানার দেওয়া ওয়ারেশ কায়েম এর বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ জুলাই) বিকেলে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতল ভবনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। তিনি বলেন- তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খন্দকার মাজেদ এর ছেলে খন্দকার সজিব হোসেন ওয়ারেশ কায়েম পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল এর সমন্বয়ে উক্ত বিষয়টি তদন্ত করতে পাঠাই। ইউপি সদস্য গণের সরেজমিনে তদন্তপূর্বক একটি ওয়ারেশ কায়েম প্রস্তুত পূর্বক আমার নিকট সই গ্রহন করেন।
তিনি আরো বলেন-তার পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ও রহিমা বেগম কাজল সরেজমিনে তদন্ত পূর্বক তাদের প্রস্তুতকৃত ওয়ারেশ কায়েম সনদ পত্রটি তারাই ভুল প্রমান করার ষড়যন্ত্র করে আসছে। তাদের কৃত কর্মের দায় ষড়যন্ত্র করে চেয়ারম্যানের উপর চাপানোর
চেষ্টা করছে।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘটন পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও সুবিচারের দাবী করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]