কলারোয়ার কয়লা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, তৃণমূলের শক্তিই বিএনপির মূল শক্তি। তৃণমূলের ম্যান্ডেট নিয়ে আগামিতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
তিনি বলেন, বর্তমানে বিএনপি যেকোন সময়ের চেয়ে শক্তিশালী। সাধারণ জনগণের ভালোবাসা ও মন জয় করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন ও আব্দুর রকিব মোল্যা, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মোশারফ হোসেন, বিএনপি নেতা এমএ রব শাহীন, রফিক মোল্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে অনুরূপভাবে নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্ধ্যার রাতে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীকি।
উভয় সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]