কলারোয়ায় এক অসহায় ট্রলি চালক এর বসত ঘর
ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ট্রলি চালক এর হয়রাণী করতে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কলাটুপি গ্রামে। হয়রাণী শিকার ট্রলি চালক
মোহাম্মাদ আলী ও তার ভাই আব্দুল কাদের জানান-তারা দীর্ঘ ২০বছর ধরে কলাটুপি মৌজায় বসত ঘর নির্মাণ করে পরিবারের সকলকে নিয়ে বসবাস করে আসছেন।
গত ৩মাস পূর্বে তাদের বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দুরে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বাগান কৃত (পথবিহিন) জমি
ক্রয় করেন। সে ওই জমি ক্রয় করে এলাকায় বলে বেড়ায় তার জমিতে যাতায়াতের জন্য পথ দরকার। সে খারাপ মানুষ হওয়ায় তার পথ দিতে কেউ রাজি হয়নি।
অবশেষে অসহায় ট্রলি চালকের পিছনে লেগে তার বসত ঘর ভেঙ্গে পথ নিবে বলে হুমকি প্রদান করে। এতে কামরুল ইসলাম পথ নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাতক্ষীরা
আদালতে মিথ্যা হয়রাণী মূলক ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
কে নির্দেশ দেন। কিন্তু উপজেলা সহকারী কমিশনার ভুমি ওই মামলাটি তদন্ত নিজে না করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুৃমি সহকারী কর্মকর্তার দিয়ে তদন্ত করে আদালতে রিপোর্ট প্রদান করেন। এতে অভিযোগ ওঠে, ইউনিয়ন ভুৃমি সহকারী কর্মকর্তার রেজাউল করিম ঘটনা স্থানে না গিয়ে এক তরফা ভাবে বাদীর পক্ষ নিয়ে মিথ্যা ও মনগড়া রিপোর্ট আদালতে প্রেরণ করেন।
বাদী কামরুল ইসলামের বাগানকৃত জমি সেখানে কোন বাড়ী ঘর নেই। হয়রাণী শিকার মোহাম্মাদ আলী আরো
বলেন-তিনি ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রাণী করা হচ্ছে। তিনি সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপার ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকের সু-দৃষ্টি কামনা করেছেন।
এদিকে মামলার বাদী কামরুল ইসলামের ফোন বন্ধ
থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]