নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গায় স্থানীয় চিকিৎসক মফিজুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৫ টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
চিকিৎসক মফিজুল ইসলামের পুত্র ডেন্টিস্ট রায়হান উজ জামান জানান- দূর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে আমাদের বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে আমাদের সবাইকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ৩ টি ঘরের ৩টি আলমারি ও ৩টি ওয়ার্ড্রবের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১ স্মার্ট মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সকল জিনিসপত্র এলোমেলে অবস্থায় পড়ে আছে।
স্থানীয় ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাস্টার শাহাজাহান কবির জানান- ডাক্তার মফিজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা শুনে ছুটে এসেছি। দুটো গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চুরি খুবই দুর্ধর্ষ ঘটনা।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান কাকডাঙ্গার স্থানীয় চিকিৎসক মফিজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা জেনেছি। আমি ওনাদের ডেকেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে গ্রীল কেটে চুরির ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]