কলারোয়ার কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন এলজিআরডি'র প্রকল্প পরিচালক (পিডি) মো. ইবাদত আলী।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গায় কপোতাক্ষ নদের উপর কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী কাঠের ব্রিজ স্থানে পরিদর্শনে আসেন তিনি।
সেসময় তিনি সন্তোষ প্রকাশ করে এলাকাবাসীকে ব্রিজ নির্মাণ আশ্বস্ত করে রসিকতার সুরে বলেন, 'আপনাদের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে অর্থাৎ আপনাদের ব্রিজ দেখে আমার পছন্দ হয়েছে। এই ব্রিজ আপনাদেরকে করে দেয়া হবে ইনশাল্লাহ।'
এলজিআরডি'র বিভিন্ন কর্মকর্তাসহ সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজসহ এলাকার অনেকে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]