জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (৪ ফেব্রুয়ারি) কলারোয়ার কুশোডাংগা ও খোরদো বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করেছেন।
জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস'এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় খোরদো মেসার্স মোল্লা ট্রেডার্স সার সাব-ডিলার ২ হাজার টাকা, গাজী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৩ হাজার টাকা, কুশোডাংগা বাজারে ইছাহক হোটেলে ১ হাজার ও মিলন মুদি দোকানে ২ হাজার মিলে মোট সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসকল প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য ও প্রতিশ্রুতি সেবা না থাকায় এই জরিমানা করা হয়েছে।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]