আলী হোসেন, কুশোডাঙ্গা (কলারোয়া) থেকে: কলারোয়ার কুশোডাঙ্গায় এক রাতে ৫ গরু চুরির অভিযোগে উঠেছে।
উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ খান পাড়ায় রাতের আঁধারে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানান।
বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া ৫টি গরুর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন চুরি যাওয়া গরুর মালিক ইদরিছ আলী ও হাসেম আলি।
তারা বলেন, 'প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে যান। ভোরে ফজর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি।'
কান্না জড়িত কণ্ঠে ইদরিছ আলী ও হাসেম আলী খান আরো বলেন, ‘আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। গরুগুলোই সম্বল ছিল।'
এ বিষয়ে ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে গরু আমদানী বন্ধ হওয়ায় দেশী গরু পালনে কৃষকের আগ্রহ বেড়েছে। এ কারণে শুধু হাল চাষের জন্য নয়, বছরে দুই ঈদকে সামনে রেখে অনেক কৃষক গরু পালন করছে। তবে গরু চুরির ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা প্রশাসনকে গরু চোর চক্রকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]