রাসেল হোসেন: কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিনের সকল ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত রায়টা নতুন বাজার প্রাইমারি স্কুল চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে সদস্য নবায়ন ফরম পূরণকৃতদের ভোটে ১ থেকে ৯নং ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতৃত্ব গঠন করা হয়।
সম্মেলনে ভার্চয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম লিডার আবুল হাসান হাদী।
সভাপতিত্ব করেন কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক যুবদল নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব কামরুজ্জামান লালটু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]