কলারোয়ার কুশোডাঙ্গা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। (৫ জানুয়ারি, বুধবার) ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশোডাঙ্গা ও কেরালকাতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে কুশোডাঙ্গা ইউপি নির্বাচনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অবাধ সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার রবি শংকর দেওয়ান এর কাছ থেকে পাওয়া প্রাপ্ত তথ্যে ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬৫২। পুরুষ ভোটার ৮২৬ ও মহিলা ভোটার ৮২৬।
শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার প্রশান্ত পাল এর দেওয়া তথ্য অনুযায়ী ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১৮৮। এছাড়াও ৩নং শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাপস কুমার এর দেওয়া তথ্য অনুযায়ী ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩৮০, পুরুষ ভোটার সংখ্যা ৬৬৮ এবং মহিলা ভোটার সংখ্যা ৭১২।
কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজিরহাট কলেজ কেন্দ্র থেকে জানা গেছে সে কেন্দ্রে সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঐ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৮২, পুরুষ ভোটার সংখ্যা হাজার ১০৪১ ও মহিলা ভোটার সংখ্যা ১৫৩৭।
কুশোডাঙ্গা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসা কয়েক জন ভোটারদের কাছ থেকে জানা গেছে অবাধ সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন এবং প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক কর্মতৎপরতার মধ্য দিয়ে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রবি শংকর দেওয়ান তিনি জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিরহাট কলেজ কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ ইমরান হোসেন তিনি জানিয়েছেন সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]