অহিদুজ্জামান (খোকা): কলারোয়া উপজেলার কেঁড়াগাছি উত্তর সরকারি প্রাইমারি স্কুলের রাস্তাটি গিলে ফেলছে পুকুরে। পুকুরের পেটে যাচ্ছে যাতায়াতের পাকা পিচ ও ইটের সোলিং রাস্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচের রাস্তা থেকে স্কুলে যাওয়ার একমাত্র রাস্তাটির দুই তৃতীয়াংশ পুকুরে ভেঙ্গে গেছে। অবশিষ্ট অংশটুকু বর্ষাকাল পার হতে পারে কিনা সন্দেহ।
স্থানীয়রা জানান- এই স্কুলটি ভোট কেন্দ্র। আগামি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কিভাবে যাওয়া-আসা করবে সেটাও ভাবার বিষয়। শুধু স্কুলের রাস্তা নয়, বড় পিচের রাস্তার অর্ধেক অংশ পুকুরের পেটে। পুকুরটিতে যারা মাছ চাষ করছেন তারা তাদের পুকুরের ভেড়ি বাঁধেন না। অন্যদিকে সরকারি ভাবে মেরামতের নেই কোন উদ্যোগ।
রাস্তা দুটি দ্রুত সংস্কার না করলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
এ অবস্থায় দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]